দুর্নীতির শিকলে প্রত্যেকেই আষ্টেপৃষ্ঠে বাধা– তা কেউ টেরই পায় না। সম্প্রতি দুর্নীতির ভয়াবহ বাস্তবতা নিয়ে হাস্য-ব্যঙ্গের ধারায় নির্মিত ‘তাজমহলের টেন্ডার’ নাটকটি ইঙ্গিতপূর্ণ সমাজের নানা চিত্র দেখিয়ে গেল। হিন্দি ভাষায় অজয় শুক্লার ‘তাজমহল কা টেন্ডার’ থেকে অনুবাদ করেছেন সফিকুন্নবী সামাদী। নির্দেশনায় মীর বরকত। এটি কণ্ঠশীলনের দশম প্রযোজনা। ইতোপূর্বে তাদের ‘যা নেই ভারতে’, ‘যাদুর লাটিম’ অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।
এ বছর কণ্ঠশীলন ৪০ বছর পূর্তি উপলক্ষে নাটকটি নির্মাণ করেছে। গত ৬ জুন ঢাকার শিল্পকলার এক্সপেরিমেন্টাল মঞ্চে নাটকটির উদ্বোধন মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণে কোনো টেন্ডার ডাকেননি। তাই এ কাহিনি ইতিহাস সত্য নয়। কিন্তু নাট্যকার সমকালীন আমলাতন্ত্র বা সরকারি অমাত্যদের দুর্নীতি তুলে ধরতে এমন গল্পের আশ্রয় নিয়েছেন।