ঈদুল আজহার বাকি আর মাত্র দুই সপ্তাহ। প্রতি বছর ঈদের আগ মুহূর্তে সারাদেশে নানা আকৃতি ও দামের কারণে আলোচনায় আসে বাহারি নামের গরু। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ‘নড়াইলের টাইগার’। ৩৫ মণ ওজনের বিশাল আকৃতির সাদা-কালো রঙের ‘নড়াইলের টাইগার’ কিনলে মিলবে ১৫০ সিসির মোটরসাইকেল উপহার।
ষাঁড়টির মালিক সেলিনা বেগম উপযুক্ত দাম পেলে ক্রেতাকে মোটরসাইকেল উপহার দেবেন। পাশাপাশি নিজের ভাঙাচোরা টিনের ঘর মেরামত ও খামার বড় করে করার স্বপ্ন বুনছেন তিনি।
সেলিনা বেগম লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া (দক্ষিণপাড়া) গ্রামের চা বিক্রেতা মো. রবিউল ইসলামের স্ত্রী।
সরেজমিনে দেখা যায়, গোয়ালঘরে গাভি, দেড় বছর বয়সী ছোট ষাঁড়ের পাশে অর্ধেক জায়গাজুড়ে রাজকীয় ভঙ্গিমায় গা এলিয়ে জাবর কাটছে নড়াইলের টাইগার। সকালে গোয়ালঘর থেকে তাকে বের করে বাড়ির উঠানে পরম যত্নে গোসল করান সেলিনা। গোসল করানোর সময় সেলিনা নির্দেশ দিচ্ছেন মাথা উঁচু করো, পেছনে যাও, দাঁত দেখাও। সে বাধ্য সন্তানের ন্যায় প্রতিটা কথা পালন করছে। শান্ত স্বভাবের নড়াইলের টাইগার যেন সেলিনার বাধ্যগত আরেকটা সন্তান।