আগামী ২১ জুন থেকে ভারতের ব্যাঙ্গালুরুতে শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশীপ। টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। পাকিস্তান ফুটবল দল এখনো পাকিস্তান সরকারের অনুমতি পায়নি ভারত সফরের জন্য। সরকারের সবুজ সংকেত এখনো না মিললেও ইতোমধ্যে পাকিস্তান ফুটবল দল ভারতের ভিসার জন্য আবেদন করে রেখেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের মাধ্যমে দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন সাফ এমনটাই জেনেছে।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘পাকিস্তান দল এখন মরিশাসে রয়েছে। তারা মরিশাস থেকেই ভারতের ভিসার জন্য আবেদন করেছে। পাকিস্তান ফুটবল ফেডারেশনের মাধ্যমে আমরা এমনটাই জানতে পেরেছি। যদিও পাকিস্তান সরকার এখনো ফুটবল দলকে অনুমতি দেয়নি এটাও আমাদের জানিয়েছে রেখেছে পাকিস্তান ফেডারেশন।’