You have reached your daily news limit

Please log in to continue


ছয় মাসে লাগবে তিন পদক্ষেপ

নির্বাচনের বছরে অর্থনীতিতে চাপ কমাতে প্রয়োজন রাজনৈতিক–অর্থনৈতিক সিদ্ধান্ত। তবে সুদহারের সীমা তুলে দেওয়ার মতো বিষয় এখনো ঝুলে আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতার কারণে। অর্থনৈতিক সংকট কেটে যাবে, এই আশায় গত এক বছরে সংকট আরও ঘনীভূত হয়েছে। এখন সংকট থেকে উত্তরণে দীর্ঘমেয়াদি পদক্ষেপের পাশাপাশি আগামী ছয় মাসে তিনটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

গতকাল মঙ্গলবার রাজধানীর বনানীতে পিআরআইয়ের সম্মেলনকক্ষে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলনে এসব সুপারিশ করে গবেষণা সংস্থাটি। সংবাদ সম্মেলনে দেশের সামষ্টিক অর্থনীতির গতিপ্রকৃতি ও আগামী দিনের করণীয় কী হতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

অর্থনীতির বর্তমান সংকটগুলো থেকে উত্তরণের জন্য পিআরআই আগামী ছয় মাসে করণীয় হিসেবে যে তিনটি সুপারিশ তুলে ধরে, সেগুলো হচ্ছে—এক. রাজস্ব ঘাটতি কমাতে সরকারের ব্যয় সংকোচন। দুই. ডলারের বাজারে অস্থিরতা কমাতে মুদ্রা বিনিময় হার বাজারের ওপর ছাড়া। তিন. মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহারের সীমা তুলে দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন