ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মণিপুরে এক মাসেরও বেশি সময় ধরে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছে। নতুন করে এই সহিংসতায় গত ২৪ ঘণ্টায় নারীসহ নয়জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। খবর এনডিটিভির।
মঙ্গলবার (১৩ জুন) রাতে মণিপুরের খামেনলক এলাকায় গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে বলে ভারতীয় সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন।