ইউরোপের দেশ নেদারল্যান্ডসে ত্বকের ক্যানসারের রোগী দিন দিন বাড়ছে। এ সংখ্যা কমিয়ে আনতে অভিনব এক পরিকল্পনা করেছে দেশটির সরকার। নেদারল্যান্ডস সরকারের পক্ষ থেকে দেশটির জনগণকে বিনা মূল্যে সানস্ক্রিন দেওয়া হবে। ফলে সরাসরি সূর্যের আলোর সংস্পর্শে এলেও ত্বকের ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যাবে বলে মনে করা হচ্ছে।
নেদারল্যান্ডসের সরকারি সূত্রে জানা গেছে, এবারের গ্রীষ্মে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক, খেলাধুলা আয়োজনের কেন্দ্র, উৎসবস্থল প্রভৃতি জায়গায় সাধারণ মানুষের মধ্যে সানস্ক্রিন বিতরণ করা হবে।
দেশটির সরকার মনে করছে, নেদারল্যান্ডসের মানুষ সরাসরি সূর্যের আলো থেকে সুরক্ষাপ্রাপ্তির নিশ্চয়তা পেতে চায়। আর এ সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে বিনা মূল্যে সানস্ক্রিন বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কেউ যাতে অর্থনৈতিক কারণে এ সুরক্ষা থেকে বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।