পলিসাইথেমিয়া রক্তের একটি বিশেষ ধরনের রোগ। এই রোগে রক্তকোষের আধিক্য দেখা দেয়। এটি অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার ঠিক উল্টো। অ্যানিমিয়ায় লোহিত রক্তকণিকা ও হিমোগ্লোবিন কমে যায়। পলিসাইথেমিয়ায় বেড়ে যায়! পুরুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিন ১৭.৫ গ্রাম/ডেসিলিটার এবং মেয়েদের ক্ষেত্রে ১৫.৫ গ্রাম/ডেসিলিটারের বেশি হলে সেটাকে পলিসাইথেমিয়া বলে গণ্য করা হয়।
দুই ধরনের কারণে পলিসাইথেমিয়া হতে পারে। অস্থিমজ্জা বা স্টেম সেলের সমস্যা থেকে হতে পারে, যাকে বলা হয় প্রাইমারি পলিসাইথেমিয়া বা পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। আর শরীরের অন্য কোনো অসুখের প্রতিক্রিয়ায় পলিসাইথেমিয়া দেখা দিলে তাকে বলে সেকেন্ডারি পলিসাইথেমিয়া।
আরেক ধরনের পলিসাইথেমিয়া আছে, যার নাম রিলেটিভ পলিসাইথেমিয়া। অর্থাৎ আসলে কোষের সংখ্যা বাড়েনি; কিন্তু রক্তরসের অনুপাতে রক্তকোষের সংখ্যা বাড়তি মনে হচ্ছে। অতিরিক্ত ধূমপান, মদ্যপান, মূত্রবর্ধক ওষুধ সেবক ইত্যাদি কারণে রক্তরস কমে রক্তকোষের অনুপাত বাড়তে পারে।