বেলাইনে ৪৮ আবাসন প্রতিষ্ঠান

আজকের পত্রিকা প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ০৯:০২

বিধিবহির্ভূত কার্যক্রম চালানো ৪৮টি আবাসন প্রতিষ্ঠানকে চিহ্নিত করে নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এগুলোর মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি জমি দখল-ভরাট, অনুমোদন না নিয়েই বিজ্ঞাপন, প্লট বিক্রিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। নির্ধারিত সময়ে নোটিশের জবাব না দেওয়ায় এগুলোর কার্যক্রম বন্ধ করতে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) চিঠি দিয়েছে রাজউক। এই আবাসন প্রতিষ্ঠানগুলো রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে।


বাকি ৩২টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আবাসন ব্যবসা পরিচালনার জন্য নেওয়া নিবন্ধন দীর্ঘ বছর ধরে নবায়ন করছে না। রিহ্যাব বলছে, নামমাত্র জমি কিনে সাইনবোর্ড ঝুলিয়ে কাগজ-কলমে প্লট বিক্রি করে টাকা হাতানো প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজউকের ফৌজদারি মামলা করা উচিত।


জানতে চাইলে রাজউকের চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা আজকের পত্রিকাকে বলেন, ‘রাজউকের সীমানার মধ্যে অনেক অবৈধ হাউজিং কোম্পানি গড়ে উঠেছে। যেগুলোতে প্লট-ফ্ল্যাট কিনে মানুষ প্রতারিত হচ্ছে। আমরা এগুলোকে চিহ্নিত করে নোটিশ দিয়েছি। খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না। এবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেব। এরপর হার্ড লাইনে যাব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us