সাংগ্রি-লা সংলাপ: এশিয়ার নিরাপত্তা নিয়েই আলোচনা নেই

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ২২:৩৬

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর ‘সাংগ্রি-লা সংলাপ’ শীর্ষক নিরাপত্তা সম্মেলন সম্প্রতি সিঙ্গাপুরে শেষ হলো। এটি এশিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা সম্মেলন হিসেবে পরিচিত। এ বছরের এই সম্মেলনের প্রেক্ষাপট খুব একটা অনুকূল ছিল না। কারণ, একদিকে ইউক্রেনে রাশিয়ার রক্তক্ষয়ী আগ্রাসন চলছে; অন্যদিকে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আপসহীনভাবে তাঁর বৈশ্বিক নজর সম্প্রসারিত করা অব্যাহত রেখে চলেছেন।


দুই দিনের এই প্রতিরক্ষা সম্মেলনে যে বিষয়টি নিশ্চিত বলে প্রতীয়মান হয়েছে, সেটি হলো চীন ও আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা কার্যকরভাবে সামাল দেওয়া সুদূরপরাহত। এই দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছে। দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে বৈঠকও আগের চেয়ে সীমিত হয়ে পড়েছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন দুই দেশের আলোচনা পুনরায় শুরু করার একটা চেষ্টা করলেও চলতি বছরের গোড়ার দিকে আমেরিকার আকাশে চীনা গোয়েন্দা বেলুনের উপস্থিতি সেই চেষ্টাকে নস্যাৎ করে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us