বিয়েবাড়ি থেকে অফিস, চিকনের সাজেই হতে পারেন অনন্যা! কোথায় মিলবে সম্ভার?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৬:৩৪

মরসুমভেদে বদল আসে পরনেও। গরমের ফ্যাশন মানেই পোশাক হতে হবে আরামদায়ক। এই মরসুমে বিয়েবাড়ি হোক কিংবা জন্মদিনের নিমন্ত্রণ, অফিস হোক কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, সব ক্ষেত্রেই চিকনকারি পোশাক রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়।


লখনউ শহরটি কেবল কবাব-বিরিয়ানির জন্য জনপ্রিয় নয়। সেখানকার চিকনকারি নকশার খ্যাতি কিন্তু বিশ্ব জুড়ে। ছবির প্রচারে হোক কিংবা ইনস্টাগ্রামের ফোটোশুট, বলিউডের নায়িকারাও ইদানীং চিকনকারির কুর্তি, সালোয়ার স্যুট কিংবা আনারকলিতে ক্যামেরাবন্দি হচ্ছেন। ফ্যাশন জগতে গত দু’বছর ধরে চিকনের জামার কদর যে আরও বেড়েছে। শোনা যায়, মুঘল সম্রাট জাহাঙ্গিরের স্ত্রী নুরজাহান ভারতে এই চিকনকারি শিল্পকে জনপ্রিয় করেছিলেন। পারস্যের সম্ভ্রান্ত ব্যক্তিরা মুঘল দরবারে আসতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us