খবরের সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র হবে টুইটার: ইয়াকারিনো

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১৫:৩১

ইলন মাস্কের কাছ থেকে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই ‘টুইটার ২.০’-এর জন্য নিজস্ব পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছেন প্ল্যাটফর্মটির নতুন প্রধান লিন্ডা ইয়াকারিনো।


তিনি বলছেন, ‘বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্র হয়ে ওঠার’ লক্ষ্যে কাজ করছে কোম্পানিটি।


গত বছর মাস্কের টুইটার অধিগ্রহণের পর থেকে ‘ভুল তথ্য মোকাবেলার ক্ষেত্রে’ কোম্পানির আচরণ সমালোচনার মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।


এরই মধ্যে টুইটারের নিরাপত্তা প্রধান গত মাসে দায়িত্ব ছাড়ার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ভুল তথ্য সংশ্লিষ্ট ‘ঐচ্ছিক আচরণবিধি’ থেকেও সরে আসে কোম্পানিটি।


কোম্পানির কর্মীদের কাছে ইমেইল পাঠানোর পাশাপাশি বেশ কিছু টুইটেও মাস্কের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করেন ইয়াকারিনো। আর এতে টুইটারকে ‘বৈশ্বিক টাউন স্কয়ার’-এ রূপান্তরে গুরুত্ব দেওয়ার উল্লেখ ছিল।


তিনি বলেন, এই লক্ষ্যমাত্রা একদিকে ‘তথ্যের সুষ্ঠু আদান-প্রদানের মাধ্যমে এই বিশ্বকে এগিয়ে নিতে সাহায্য করবে, অন্যদিকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে উন্মুক্ত আলোচনার’ সুযোগ দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us