ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’: মুম্বাইয়ে সাগরে নেমে কিশোরের মৃত্যু, নিখোঁজ ২

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১২:৫৬

আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ কারণে জারি করা সতর্কতা উপেক্ষা করে সাগরে নেমে মুম্বাইয়ের এক কিশোর মারা গেছে আর নিখোঁজ হয়েছে তার আরও দুই সঙ্গী।


সোমবার ১২ থেকে ১৬ বছর বয়সী পাঁচ কিশোরের একটি দল মুম্বাইয়ের জুহু সৈকত দিয়ে উত্তাল সাগরে নামে, লাইফগার্ডরা নিষেধ করা সত্ত্বেও তারা তা মানেনি।


ভারতের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। সাগর উত্তাল থাকায় মহারাষ্ট্রের সবগুলো সৈকতে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তা অমান্য করেই সাগরে নামে তারা।


আনন্দবাজার অনলাইন জানিয়েছে, সোমবার বিকালে তারা সাগরতীরে হাজির হলে উপস্থিত লাইফগার্ডের সদস্যরা বাঁশি বাজিয়ে তাদের সতর্ক করে ও সৈতক ছেড়ে চলে যেতে বলে। কিন্তু তারা লাইফগার্ডের সদস্যদের ফাঁকি দিয়ে সাগরে নেমে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us