ঘর সাজাতে রং বাছুন আপনার ব্যক্তিত্ব অনুযায়ী

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৩ জুন ২০২৩, ১১:২০

ঘরের রঙেই ফুটে উঠবে আপনার ব্যক্তিত্ব। আপনার বসার ঘর কিংবা শোয়ার ঘরের দেয়াল আপনি কোন রঙে রাঙিয়েছেন, তাতেই প্রকাশ পাবে আপনি কেমন মানুষ। ঘরের রং হলো অনেকটা মনের আয়না।


একাধিক মনোবিদের মতে, রঙের ওপর শুধু চোখের নান্দনিকতাই নির্ভর করে না, বরং পরিবারের লোকজনদের মন-মানসিকতাকেও প্রভাবিত করে। তাই অন্দরসজ্জায় রং-বাহারি চমকের পাশাপাশি প্রশান্তির দিকটাও খেয়াল রাখা দরকার। যেমন বসার ঘরে এমন কোনো রং ব্যবহার করুন, যাতে আভিজাত্যের পাশাপাশি অতিথিদের অভ্যর্থনার আমেজও প্রতিফলিত হয়। গোলাপি, বেগুনি, সোনালি, গ্রে ইত্যাদি এই তালিকায় পড়তে পারে। ড্রয়িং রুমেই ডাইনিংয়ের ব্যবস্থা থাকলে সবুজ রং ব্যবহার করুন।


লাল রং প্যাশন, ভালোবাসা এবং শক্তির প্রতীক। পোশাক থেকে অন্দরসজ্জা যেখানেই লাল রং ব্যবহৃত হয়, তা সবার দৃষ্টি আকর্ষণ করে। যারা বহির্মুখী, আশাবাদী, উদ্যমী এবং আত্মবিশ্বাসী, তাদের এই রং পছন্দ। দেওয়ালে লাল রঙের সঙ্গে উডেন কালার বদলে দেবে বাড়ির চেহারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us