মেহেদী হাসান ওরফে রায়হান (২৯)। চট্টগ্রামের একটি সিঅ্যান্ডএফ এজেন্টে চাকরি করেন তিনি। বিনা অনুমতিতে চট্টগ্রাম কাস্টমসের সার্ভার রুমে অনুপ্রবেশ করে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া এই তরুণকে নিয়ে রহস্য ও চাঞ্চল্য তৈরি হয়েছে কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে।
সার্ভারে ঢোকার মামলায় জামিন পেয়ে এখন অন্য মামলায় কারাগারে আছেন রায়হান। কেন তিনি সার্ভার রুমে ঢুকেছিলেন কিংবা আদৌ তিনি সেখানে ঢুকেছিলেন কি না তা নিয়ে পরিষ্কার হতে পারছে না পুলিশ। সার্ভারে ঢোকার জন্য ধরা হলেও এখন কাস্টমস বলছে, তাদের সার্ভারে অনুপ্রবেশের ঘটনা ঘটেনি!
এদিকে আটক হওয়ার পর চট্টগ্রাম বন্দর থেকে খালাস হওয়া দুই কনটেইনার মদ জব্দের (নারায়ণগঞ্জে) ঘটনায় রায়হানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া আরেক কনটেইনার মদ আমদানির ক্ষেত্রেও তার নাম উঠে এসেছে।