দুই সিটির ফল প্রত্যাখ্যান হাতপাখার, বাকি দুটিতেও প্রার্থী প্রত্যাহার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২৩, ২০:১৬

নির্বাচনে অনিয়ম ও প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পাশাপাশি সিলেট ও রাজশাহী মহানগরী থেকে নিজের প্রার্থীও সরিয়ে নিয়েছে চরমোনাই পীরের দল।  


সোমবার বিকালে ভোট শেষে নগরীর চাঁদমারী এলাকার মাদ্রাসা রোডের মুজাহিদ কমপ্লেক্সে হাতপাখার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম।


তিনি বলেন, “আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের ওপর দুইবার আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, জখম করেছে। এর ঘৃণা ও ধিক্কার জানাই।


বুথগুলো নিয়ন্ত্রণে নিয়ে অনিয়ম বাস্তবায়ন করেছে মন্তব্য করে রেজাউল করিম বলেন, “এই মারাত্বক অনিয়মের প্রতিবাদে আমরা দুই সিটিতে নির্বাচনী ফলাফলকে প্রত্যাখ্যান করছি।


“আর সিলেট ও রাজশাহীতে আমাদের যে প্রার্থী রয়েছে তাদের আমরা প্রত্যাহার করে নিচ্ছি। সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবি করছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us