যমুনা ছোট করার পরিকল্পনা নেই: ‘ভুল ধারণাপ্রসূত’ রিট আবেদন খারিজ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৬:২৪

যমুনা নদীকে সরু করার কোনো প্রকল্প নেওয়া হয়নি এবং হবেও না, হাই কোর্টকে এই নিশ্চয়তা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ কারণে সরকারি সংস্থাটির এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দয়ের রিট আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।


সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ এই আদেশ দেয়।


যমুনা নদী ছোট করার পরিকল্পনা নিয়ে যে আলোড়ন উঠেছিল, সেটিকে ‘ভুল ধারণাপ্রসূতও’ বলা হয়েছে ওই আদেশে।


আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে অরবিন্দ কুমার রায় আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল তৌফিক সাজওয়ার পার্থ।


রিট আবেদন খারিজের কথা জানিয়ে মনজিল মোরসেদ গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। সেখানে বলা হয়, পানি উন্নয়ন বোর্ডের আইনজীবী আদালতকে জানান, সরকার যমুনা নদীকে ছোট করার কোনো পরিকল্পনা নেয়নি এবং নেবেও না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us