স্পেসএক্সের প্রকৌশলী বাংলাদেশি-আমেরিকান, বয়স ১৪

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৬:২০

অনেক বিখ্যাত ব্যক্তির জীবনীতেই দেখা যায় বাবার চাকরির সূত্রে তারা বিভিন্ন অঞ্চলে থেকে বড় হয়েছেন। আর এই একুশ শতকে দেশে অনেক মা-বাবাই এলাকা বদল করতে চান না সন্তানের স্কুলের কথা ভেবে। কাইরান কাজির বেলায় ঘটনা ভিন্ন। তার মা চলে যাবেন ওয়াশিংটন স্টেটের রেডমন্ডে, কাইরানের চাকরি হয়েছে সেখানে।


কাইরানের বয়স সবে ১৪ বছর। বাংলাদেশি বংশোদ্ভুত এই কিশোর আন্ডার গ্র্যাজুয়েশন পর্যায়ে পড়ালেখা করছিলেন সান্তা ক্লারা ইউনিভার্সিটির স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে। স্নাতক হবেন কিছুদিনের মধ্যেই।


ইলন মাস্ক প্রতিষ্ঠিত মহাকাশ গবেষণা আর অভিযানকেন্দ্রিক কোম্পানি স্পেসএক্সে কাজ করবেন কাইরান। তার নিয়োগ হয়েছে এর ইন্টারনেট সংযোগ কোম্পানি স্টারলিংকে।


আমেরিকার পশ্চিম উপকূলের প্রভাবশালী দৈনিক লস অ্যাঞ্জেলস টাইমস মজা করেই লিখেছে, “অফিসে আনানেওয়া করতে কাইরান কাজির সম্ভবত একজন চালকের সাহায্য লাগবে। (কারণ) তার বয়স মাত্র ১৪ বছর।” 


ক্যালিফোর্নিয়ার প্লিজেন্টনে নিজের শেবার ঘর থেকে দেওয়া সাক্ষাৎকারে কাইরান বলেন, “কলেজের দিনগুলোই মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে সুখের ছিল। নিজের যাত্রা শেয়ার করার বেলায় আমার অনেক স্বাধীনতা ছিল।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us