ঋণখেলাপিদের সংসদ নির্বাচনে সুযোগ না দেয়ার প্রস্তাব বিআইডিএসের

বণিক বার্তা প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১৫:০১

আগামী সংসদ নির্বাচনে ঋণখেলাপিদের কোনোভাবে অংশগ্রহণের সুযোগ না দেয়ার আহ্বান জানিয়েছেন বিআইডিএসের মহাপরিচালক ড. বিনায়ক সেন। তিনি বলেন, ৫ শতাংশ ঋণ পরিশোধ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রাখা উচিত নয়।


সোমবার (১২ জুন) জাতীয় বাজেটের প্রধান চ্যালেঞ্জ নিয়ে এক  পর্যালোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. সাদিক আহমেদ।


বিনায়ক সেন বলেন, ডলারের একটি নির্দিষ্ট এক্সচেঞ্জ রেটে যাওয়ার সময় হয়েছে এখন। এটা নিয়ে ভয়ের কিছু নেই। দেশের অর্থনীতি এখন এমন ঝুঁকি নিতে পারে। তাছাড়া আমদানি নিয়ন্ত্রণ করেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না বলে মনে করেন তিনি। আর কৃষি, খাদ্য ছাড়া অন্যান্য প্রয়োজনীয় খাতে ভর্তুকি কমানোর আহ্বান জানান এ অর্থনীতিবিদ। কর আহরণের নৈতিকতার সঙ্গে দুই হাজার টাকা আদায়ের বিষয়টি সংগতিপূর্ণ নয় বেল মনে করেন তিনি।  দুই থেকে আড়াই কোটি মানুষ কর দেওয়ার সক্ষমতা রাখে। তাদের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নিতে বলে তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us