বলিউড তারকা ইরফান খান পৃথিবী থেকে চলে গেছেন তিন বছর আগেই। এখন প্রয়াত স্বামীর কথা মনে করে একটি বই লিখতে চান সুতপা শিকদার।
২০২০ সালে অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার মানেন প্রতিভাবান অভিনেতা ইরফান খান। এবার অভিনেতার ব্যক্তি জীবনের স্বভাবের মজার দিক তুলে ধরে একটি বই লেখার ইচ্ছা প্রকাশ করলেন তার স্ত্রী সুতপা শিকদার।
ইরফার খানের প্রায় তিন দশক ধরে বিস্তৃত কর্মজীবন। কাজ করেছেন একাধিক কাল্ট সিনেমাতে, অবিস্মরণীয় চরিত্রে। তার মধ্যে খল, সিরিয়াস থেকে শুরু করে রয়েছে একাধিক মজার চরিত্রও। ‘মকবুল’, ‘দ্য নেমসেক’, ‘পান সিং তোমর’, ‘হায়দার’, ‘পিকু’, ‘দ্য লাঞ্চবক্স’ ইরফান খানের দুর্দান্ত পারফর্ম্যান্সের তালিকা সহজে শেষ হওয়ার নয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে চলে যান এ ভিনেতা।