সিনেমা নিয়ে ভাবনার শুরু নব্বই দশকের শেষ প্রান্তে, যখন বাবার [বরেণ্য অভিনেতা ও নাট্যকার ড. ইনামুল হক] লেখা ‘সেইসব দিন’ নিয়ে নাটক মঞ্চায়নের প্রস্তুতি চলছিল। নাটকটি মঞ্চস্থ করেছিল নাগরিক নাট্যাঙ্গন। তখনই আমার কাছে মনে হয়েছিল, শুধু মঞ্চ নয়, ‘সেইসব দিন’-এর কাহিনি সিনেমাতেও তুলে ধরা যেতে পারে। বাবাকে এই ইচ্ছার কথা জানিয়েছিলাম। তাঁর কথা ছিল, সিনেমার চিত্রনাট্য তৈরি করলেও মূল ভাবনাটা যেন ঠিক থাকে। আমার পরিকল্পনা সেটাই ছিল। এরপর ধীরে ধীরে চিত্রনাট্য তৈরি করা থেকে শুরু করে সিনেমা নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনেকটা সময় লেগে গেছে।