বিশ্ব বলয়ে বাংলাদেশ ও তার নির্বাচন

আজকের পত্রিকা অজয় দাশগুপ্ত প্রকাশিত: ১২ জুন ২০২৩, ১২:৫৮

আমেরিকা এখনো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে শীর্ষে থাকলেও তার জোয়ারে ভাটা পড়েছে। চীন, ভারত, রাশিয়া, জাপান, ব্রাজিলসহ আরও অনেক দেশের বিস্ময়কর অগ্রযাত্রা ও ইউরোপের ক্রমাগত পিছিয়ে পড়ায় আমেরিকা সত্যি এক নম্বর কি না, তা নিয়ে মতবিরোধ থাকতেই পারে। শুরুতেই বলি, আমেরিকা কিন্তু তারপরও আমেরিকা। কারণ—তার অভ্যন্তরীণ গণতন্ত্র আর মেধার বিস্তার। এটা সবাই জানি, দুনিয়ার সেরা মেধা সে দেশে যায়, আশ্রয় নেয়। অথবা সে দেশে থেকেই ‘নম্বর ওয়ান’ হয় কিংবা ‘নম্বর ওয়ান’ পদটি ধরে রাখার জন্য আমেরিকান হয়। এই যাত্রা পুরোনো।


একসময় সোভিয়েত ইউনিয়ন বা পূর্ব ইউরোপের কমিউনিজম সে দেশগুলোর মানুষদের নাভিশ্বাস তুলে দিয়েছিল। বস্তুত অবরুদ্ধ সেসব মানুষ সুযোগ পেলেই আমেরিকায় পাড়ি দিত। অলিম্পিক বিজয়ী নাদিয়া থেকে আরও অনেক তারকাই আমেরিকাকে বেছে নিয়েছিলেন। তা ছাড়া জ্ঞান, বিজ্ঞান, খেলাধুলা, সিনেমা—সব বিষয়েই আমেরিকা এখনো সেরা। আপনি হলিউড স্বীকৃত না হলে কীভাবে বড় অভিনেতা হবেন? হোয়াইট হাউসের প্রধানকে মানে না এমন দেশ বিরল। ইচ্ছা-অনিচ্ছায় মানাটাই যেন নিয়ম। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us