ভোটের দরকার পড়ছে না হকিতে

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১১ জুন ২০২৩, ২০:৩৮

বাংলাদেশ হকি ফেডারেশনে (বাহফে) সভাপতি বাদে মোট ২৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ১৯ জুন হকি ফেডারেশনের নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।


আজ রোববার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। রশিদ-সাঈদ-ফোরাম ঐক্যমত পরিষদ ছাড়া আর কেউ মনোনয়ন পত্র জমা দেয়নি। তাই ভোটের দরকার পড়ছে না।


২৮ জনের কমিটিকে ক্লাব এবং জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় ১৮ জন এবং জেলা এবং বিভাগীয় সংগঠক পরিষদ যেটা ফোরাম নামে সমধিক পরিচিত সেখান থেকে মোট ১০ নিয়ে রশিদ-সাঈদ-ফোরাম ঐক্যমত পরিষদ গঠিত হয়েছে।


মনোনয়ন জমা দিয়ে বর্তমান সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ বলেন, ‘একটি বৃহৎ পরিকল্পনাকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশনের মাননীয় সভাপতির নেতৃত্বে বাংলাদেশে স্মার্ট খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রীর যে স্লোগান আছে সেটাকে আমরা ভিশন হিসেবে হাতে রেখেই একটি মেধাসম্পন্ন তালিকা প্রণনয় করেছি। সেই তালিকা আমরা জমা দিয়েছি। আমার দৃঢ়বিশ্বাস এবারের কমিটিটা হকি ফেডারেশেনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিটি হয়েছে। এই কমিটি নিয়ে কারোর কোনো মতভেদ নেই। বাংলাদেশের হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবাই একমত হয়েছি। ’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us