বিএফআইইউর গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে পাঁচ বছরে ১২১ মামলা

বণিক বার্তা প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১৯:০২

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গত পাঁচ বছরে ১২১ অর্থপাচারের মামলা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


আজ রোববার (১১ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, বিএফআইইউ থেকে প্রাপ্ত গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থাসমূহ বিগত ৫ অর্থবছরে (২০১৭-২০২২) ১২১টি মানি লন্ডারিং মামলা দায়ের করেছে। একই সময়ে সন্দেহভাজন লেনদেন ২৪ হাজার ৯৭৭টি। আর মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়নে সংশ্লিষ্টতা বিবেচনায় এক হাজার ২টি গোয়েন্দা প্রতিবেদন আইন প্রয়োগকারী সংস্থার কাছে পাঠানো হয়।


অর্থমন্ত্রী জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বন্ডের প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিপরীতে এ পর্যন্ত ১৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জাতীয় সংসদে জানান। এসব মামলায় জড়িত রাজস্বের পরিমাণ ৩৬৭ কোটি ৫৫ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us