টুইটারে বিজ্ঞাপন থেকে আয়ের অংশ পাওয়া যাবে

প্রথম আলো প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১৬:০৪

বিজ্ঞাপন থেকে আয়ের অংশ কনটেন্ট নির্মাতাদের দেবে টুইটার। শিগগিরই এ সুবিধা চালু করা হবে বলে গতকাল এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) জানিয়েছেন টুইটারের মালিক ইলন মাস্ক। নতুন এ সুবিধা শুধু নীল টিক ব্যবহারকারী কনটেন্ট নির্মাতারা পাবেন বলে উল্লেখ করেছেন তিনি।


বিজ্ঞাপন থেকে আয়ের অংশ কনটেন্ট নির্মাতাদের সঙ্গে ভাগাভাগি করতে প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ ডলারের তহবিলও তৈরি করেছে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় কনটেন্ট নির্মাতাদের পোস্টের মন্তব্যের ঘরে বিজ্ঞাপন দেখানো হবে। বিজ্ঞাপনগুলো কতজন নীল টিক ব্যবহারকারী দেখেছেন, তার ওপর ভিত্তি করে আয়ের নির্দিষ্ট অংশ কনটেন্ট নির্মাতাদের দেবে খুদে ব্লগ লেখার সাইটটি।


উল্লেখ্য, কম্পিউটার ব্যবহারকারীরা মাসে আট ডলারের বিনিময়ে ব্লু টিক সুবিধা ব্যবহার করতে পারলেও আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে নীল টিক যোগ করতে খরচ হয় ১১ ডলার। টুইটারের নতুন সব সুবিধা অন্য ব্যবহারকারীদের আগে পরখের সুযোগ মিলে থাকে সেবাটিতে। তবে সব দেশে এখনো নীল টিক ব্যবহারের সুযোগ চালু হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us