রাজধানীবাসীকে যাতায়াতে স্বস্তি দিতে ছয় মাস আগে চালু হয়েছে মেট্রো রেল; কিন্তু ঢিল ছোড়ার এক ঘটনায় ব্যয়বহুল এ প্রকল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মেট্রো রেলের নিরাপত্তায় পুলিশের একটি আলাদা ইউনিট (এমআরটি ইউনিট) গঠন হলেও ঢিল ছোড়ার মত ঘটনা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তাদের থাকবে না; কারণ, পুলিশের এ ইউনিটের দায়িত্ব হবে মেট্রো স্টেশনকেন্দ্রিক।
একজন বিশেষজ্ঞ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, রেলপথের দুই পাশে শব্দ নিরোধক দেয়াল বা নয়েজ ব্যারিয়ার বসানো হলে সেটি আশপাশের ভবনের বাসিন্দাদের তীব্র শব্দ থেকে যেমন স্বস্তি দেবে, তেমনি ঢিল ঠেকাতেও কাজ করবে ঢাল হিসেবে।
মেট্রো রেলের মত একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা চালুর আগেই কেন ‘যথাযথ সুরক্ষা ব্যবস্থা’ নেওয়া হল না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
কয়েকশ উঁচু ভবন, উপায় কী?
গত ৩০ এপ্রিল কাফরুল থানা এলাকার কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি এলাকার কোনো একটি ভবন থেকে ঢিল ছোড়া হয় মেট্রো রেল লক্ষ্য করে। ঢিলটি ট্রেনের জানালায় আঘাত করে। তাতে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।
এ ঘটনায় অপরাধীকে চিহ্নিত করতে আশপাশের কয়েকটি ভবন ঘিরে তদন্ত করেও কাউকে ধরতে পারেনি পুলিশ।
ফলে প্রশ্ন উঠছে, এরকম ঘটনা আরও ঘটতে থাকলে তা ঠেকানো যাবে কেমন করে?