দ্রুত নির্মাণ করে ভোগান্তি দূর করুন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ১১ জুন ২০২৩, ০৮:৩৪

বিশ্বের বড় শহরগুলোতে পদচারী-সেতুর ধারণাটি এখন সেকেলে হয়ে গেছে। সড়ক ব্যবস্থাপনা আধুনিক ও উন্নত হওয়ার কারণে সেখানে রাস্তা পারাপারের জন্য এমন সেতুর প্রয়োজনীয়তাও ফুরিয়েছে বলা যায়। আবার যেসব জায়গায় আছে, সেখানে অসুস্থ, বয়স্ক, প্রতিবন্ধী সব ধরনের মানুষ যাতে সেটি ব্যবহার করতে পারে, সে সুযোগ রাখা হয়েছে। সে তুলনায় অনেক পিছিয়েই আছে বলা যায় রাজধানী ঢাকা। এখানে সড়কে অনেক বড় বড় প্রকল্প হলেও পদচারী-সেতু অপরিহার্য হয়ে আছে, তা-ও সব ধরনের মানুষের পারাপারের সুযোগ এখানে নেই। মিরপুর সড়কে শ্যামলী মোড়ের দৃশ্যপট বিবেচনা করলেই সেটি আরও বাস্তবিক হয়ে ওঠে। দুঃখজনক হচ্ছে, সেখানে একটি পদচারী-সেতু ছিল, কিন্তু পুরোনো ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেটি ভেঙে ফেলা হয়।


নতুন সেতু নির্মাণে ভিত্তি স্থাপন করার পরও থমকে আছে সেটির কাজ। এতে মানুষের ভোগান্তি বাড়ছে। চরম ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে তাঁদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us