নতুন কারিকুলাম শিক্ষাব্যবস্থাকে একেবারে শেষ করে দিল! কী হবে এসব শিক্ষা কারিকুলাম দিয়ে? চাকরির বাজারে গেলে তো সেই এমসিকিউ পরীক্ষা দিয়েই চাকরি নিতে হবে—এমন কথা এখন বেশির ভাগ অভিভাবকের মুখেই শোনা যায়। কেবল অভিভাবক নয়, কিছু শিক্ষকদের মুখেও প্রতিদিন এমন কথার চর্চা হয়। এমনকি শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের সামনে নতুন কারিকুলামের নানা সমালোচনা করেন, যেটা শিক্ষার্থীদের পাঠের আগ্রহের পরিবর্তে অনীহা সৃষ্টি করে। অথচ আমি শিক্ষার্থীদের দেখেছি, তারা নতুন কারিকুলামে শিখতে কতটা কৌতূহলী। বই পড়ে মুখস্থ করে পরীক্ষায় লিখতে হবে এমন গতানুগতিক ধারা থেকে তারা বেরিয়ে এসে যেন স্বস্তির নিশ্বাস নিচ্ছে। প্রতিদিন নতুন নতুন কাজ শিখছে, একজন অন্যজনের কাজের গঠনমূলক সমালোচনা করছে, কীভাবে ভালো করা যায়, তার পরামর্শ দিচ্ছে।