রাজধানীর গেণ্ডারিয়ার শতবর্ষী ডিআইটি পুকুর উদ্ধার করিবার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তথা রাজউকের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। পুকুরটি উদ্ধারে স্থানীয়দের আন্দোলন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলার আইনি নোটিশের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র যেইভাবে আগাইয়া আসিয়াছেন, উহাও প্রশংসনীয়। পুনরায় প্রমাণিত হইল, দীর্ঘকাল বেদখলে থাকিলেও সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব। ডিআইটি পুকুরের দৃষ্টান্ত সম্মুখে রাখিয়া প্রশাসন চাহিলে অন্যান্য জলাধারও দখলমুক্ত করিতে পারে।