ইউরোপে বাড়ছে গ্যাসের দাম

চ্যানেল আই প্রকাশিত: ১০ জুন ২০২৩, ১৬:৪০

ইউরোপে গ্যাসের দাম ১৮% এর বেশি বেড়েছে এবং প্রতি ১,০০০ ঘনমিটারে ৩৫০ ডলার ছাড়িয়েছে। নেদারল্যান্ডসের টিটিই (টাইটেল ট্রান্সফার ফ্যাসিলিটি) ভার্চুয়াল হাবে জুলাইয়ের গ্যাস সরবরাহের আগাম মূল্য প্রতি ১,০০০ ঘনমিটারে বেড়ে দাঁড়িয়েছে ৩৫৭ মার্কিন ডলার। আর ডলার ও ইউরোর বিনিময়হার অনুযায়ি প্রতি মেগাওয়াট আওয়ার মূল্য দাঁড়িয়েছে ৩২.০৮ ইউরো।


লন্ডনের আইসিই (আন্ত:মহাদেশীয় এক্সচেঞ্জ) অনুসারে এ তথ্য জানা গেছে।


নরওয়ের উত্তরাঞ্চলে হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্টের গ্যাস লিকের কারণে ৩১ মে প্ল্যান্ট বন্ধ করা হয়েছিল। হ্যামারফেস্ট এলএনজি প্ল্যান্ট নরওয়েজিয়ান গ্যাস রপ্তানিতে প্রায় ৫% এর জন্য অবদান রাখে।


প্রতি বছর গড়ে ৬.৫ বিলিয়ন ঘনমিটার এলএনজি সরবরাহ করে। এ ঘটনায় গত সপ্তাহে ইউরোপে গ্যাসের দাম বৃদ্ধি পায়। নরওয়েজিয়ান গ্যাস ট্রান্সমিশন প্রদানকারী গাসকোর পরিসংখ্যান অনুসারে ১৪ জুন থেকে প্ল্যান্টটি আবার চালু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us