দক্ষিণ সুদানে একটি উদ্বাস্তু শিবিরে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে।
শুক্রবার চিকিৎসা সেবাদাতা একটি স্বেচ্ছাসেবী গোষ্ঠী হতাহতের এ তথ্য জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।
দেশটির আপার নাইল রাজ্যের তথ্যমন্ত্রী লুক সাদালা জানান, একটি পানি সংগ্রহ কেন্দ্রে পৃথক গোষ্ঠীর নারীদের মধ্যে হওয়া ঝগড়াকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে রাজ্যের রাজধানী মালাকালের শিবিরটিতে উত্তেজনা বাড়তে শুরু করে।
বৃহস্পতিবার ছুরিকাঘাতে একজনের মৃত্যুর পর পুরোদস্তুর সংঘর্ষ বেধে যায়, বলেছে শিবির পরিচালনাকারী প্রতিষ্ঠান জাতিসংঘের দক্ষিণ সুদান মিশন (ইউএনএমআইএসএস) ।