দুই নদী এক হওয়ার পর যা ঘটল

আজকের পত্রিকা প্রকাশিত: ১০ জুন ২০২৩, ১৫:৫৬

দুই নদীর মিলন খুব সাধারণ ঘটনা। তবে কখনো কখনো এই সাধারণ বিষয়টি হয়ে ওঠে অসাধারণ। যেমনটি হয়েছে ইউরোপের দেশ সুইজারল্যান্ডের দুই নদী রোন আর আর্ভি মিলিত হওয়ার ফলে। দুটি নদীর রঙের পার্থক্য এতটাই বেশি যে অদ্ভুত সুন্দর এক দৃশ্যের জন্ম হয়েছে। মিলনস্থলে নীল আর বাদামি রং দুটি আলাদাভাবে অবস্থান করায় কোনটা কোন নদী বোঝা যায় সহজেই।


মিলনস্থলে পুরোপুরি না মেশার কারণ এদের জলের ঘনত্ব এক না হওয়া। নদী দুটি একত্র হয়েছে বিখ্যাত সুইস শহর জেনেভায়। উত্তর দিক থেকে প্রবাহিত রোন নদী জেনেভা হ্রদের মধ্য দিয়ে গেছে। এদিকে আর্ভি ফ্রেঞ্চ আল্পস থেকে উৎপত্তি হয়ে, অর্থাৎ দক্ষিণ থেকে আসে। জেনেভা সিটি সেন্টারের দক্ষিণে মিলিত হয় তাঁরা। তারপর রোন নাম নিয়ে পশ্চিমে ফ্রান্সের দিকে যেতে শুরু করে। এভাবে পাশাপাশি দুটি রঙের উপস্থিতির কারণে স্থানীয় বাসিন্দা এবং বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের খুব পছন্দের এক জায়গা নদী দুটির মিলস্থল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us