টাঙ্গাইল: অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার (১০ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।
এতে বিপাকে পড়েছেন গন্তব্যে যাওয়া মানুষরা।
বঙ্গসেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, শুক্রবার দিনগত রাত ১টার দিকে মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় একটি পিকআপভ্যান উল্টে যায়। সেই পিকআপভ্যানটি সরাতে প্রায় ১ ঘণ্টার মতো সময় লেগে যায়। এছাড়াও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়েছে। আর চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে যানজট আরও বেড়ে গেছে। আমরা সড়কে দায়িত্ব পালন করছি, দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।