ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে বেইজিং। যার অংশ হিসেবে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার আবর নিউজের খবরে বলা হয়, আগামী ১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত প্রেসিডেন্ট আব্বাস চীনে অবস্থান করবেন।
এ বিষয়ে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং বলেন, ‘‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ফিলিস্তিন রাষ্ট্রের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী ১৩ থেকে ১৬ জুন রাষ্ট্রীয় সফরে চীনে আসবেন।”