প্রচণ্ড গরমে তীব্র লোডশেডিংয়ের মধ্যে চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় এস আলম গ্রুপের মালিকানাধীন যে বিদ্যুৎকেন্দ্রটি আশা দেখাচ্ছিল, পরীক্ষামূলক উৎপাদনে থাকা সেই কেন্দ্র থেকেও বিদ্যুৎ আসা বন্ধ হয়ে গেল।
কেন্দ্রটি থেকে নিয়মিত বিদ্যুৎ আসতে আরও দেড় সপ্তাহের মত সময় লেগে যাবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
কয়লা সঙ্কটে পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার আগের দিন ২৪ মে এই কেন্দ্রটি পরীক্ষামূলক উৎপাদন শুরু করে। সেদিন ১২০ মেগাওয়ার বিদ্যুৎ সরবরাহ করে কেন্দ্রটি।
এর মধ্যে গত ৫ জুন পায়রার দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়। তাতে আরও অবনতি হয় বিদ্যুৎ পরিস্থিতির। এর দুই দিন পর এসএস পাওয়ার থেকে আসা ৩২০ মেগাওয়াট কিছুটা হলেও লাঘব করে দুর্ভোগের।