হজে গিয়ে সৌদিতে সাত বাংলাদেশির মৃত্যু

দেশ রূপান্তর প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ১০:৩৫

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে আজ পর্যন্ত সাতজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে মো. আব্দুল ওয়াহেদ (৪৬) ৩১ মে, শাহানারা বেগম (৬৪) ও ড. মো. শফিকুল ইসলাম (৫৮) ২ জুন, মো. আলী হোসেন (৬৭) ৩ জুন, মো. আয়ুব খান (৪৮) ৪ জুন, মো. শহিদুল আলম (৬৭) ৬ জুন এবং রোকেয়া বেগম (৬২) ৭ জুন মারা যান।


আজ শুক্রবার (৯ জুন) সকালে ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে। ডেথ সার্টিফিকেট সংযুক্ত ও তারিখ উল্লেখ করে পোর্টালে বলা হয়, 'আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, উক্ত হাজী ... তারিখে ইন্তেকাল করেন।'


পিলগ্রিম সূত্রে জানা যায়, মো. আব্দুল ওয়াহেদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তার পাসপোর্ট নম্বর A04664227; শাহানারা বেগমের বাড়ি ঢাকার বাটামারায়। তার পাসপোর্ট নম্বর EG0753079; ড. মো. শফিকুল ইসলামের বাড়ি পাবনার সদরে। তার পাসপোর্ট নম্বর A04286818; মো. আলী হোসেনের বাড়ি শেরপুরের ঝিনাইগাতিতে। তার পাসপোর্ট নম্বর A07153737; মো. আইয়ুব খানের বাড়ি ঢাকার খিলগাওয়ে। তার পাসপোর্ট নম্বর EB0236378; মো. শহিদুল আলমের বাড়ি পঞ্চগড়ের রাধানগরে। তার পাসপোর্ট নম্বর A03532098; রোকেয়া বেগমের বাড়ি বগুড়ার সান্তাহারে। তার পাসপোর্ট নম্বর A05102884।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us