গত বছর অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিষয়টি পরবর্তীতে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অশালীন ও মানহানিকর মন্তব্য করায় গত ২ এপ্রিল জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়।
তবুও যেন দমে যাওয়ার পাত্র নন জায়েদ। ফের নিপুণকে ‘অনির্বাচিত’ বলে আখ্যা দিলেন তিনি। এছাড়াও জোর করে চেয়ার দখল করে আছেন বলেও দাবি করেন এ নায়ক।
আজ (৯ জুন) নিপুণ আক্তারের জন্মদিন। জীবনের ৩৯ বসন্ত পেরিয়ে ৪০-এ পা রাখলেন তিনি। ঢাকাই চলচ্চিত্রের এ নায়িকার জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ ইন্ডাস্ট্রির তারকারা। অন্যসব তারকার মতো নিপুণকে জন্মদিনের শুভেচ্ছ জানিয়েছেন চিত্রনায়িকা শাহনূর। আর সেখানেই নিপুণকে ‘অনির্বাচিত’ বলে মন্তব্য করলেন জায়েদ খান।