কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বৈশ্বিক সম্মেলন করছে যুক্তরাজ্য

বণিক বার্তা প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ১০:১৭

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে যুক্তরাজ্য। আগামী শরতে প্রযুক্তি ব্যবহারের কারণে মানবজাতির ওপর আসা সম্ভাব্য ঝুঁকি নিয়ে হবে পর্যালোচনা। যদিও সম্মেলনে ঠিক কারা উপস্থিত থাকবেন এখন পর্যন্ত তা জানা যায়নি। প্রধান দেশগুলো থেকে প্রতিনিধিরা যুক্ত হবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। থাকবেন শ্রেষ্ঠ প্রযুক্তি কোম্পানি ও নেতৃত্বদানকারী গবেষকরা। খবর বিবিসি।


দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে মানুষের উপকারিতা নিশ্চিত করতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য। তার ভাষায়, ‘আমাদের জীবনকে বদলে দেয়ার সম্ভাবনা ‌কৃত্রিম বুদ্ধিমত্তার রয়েছে। তবে প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। নিরাপদ ব্যবহারের উপায় আনতে হবে সামনে।’ 


সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তাদের অবস্থান ও আগামীতে সম্ভাব্য ঝুঁকি তুলে ধরবেন। আলোচনার জন্য যুক্তরাজ্যই সবচেয়ে যৌক্তিক কেন্দ্র বলে মনে করেন সুনাক। প্রযুক্তি কোম্পানির শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করছেন তিনি। প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের কর্মসংস্থান ৫০ হাজারের বেশি এবং বাজার ৩৭০ কোটি পাউন্ডের বেশি। অবশ্য তার পরও অনেকে যুক্তরাজ্যের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us