‘স্বভাবেই মানুষের পরিচয়’, কোনও এক অজানা দার্শনিকের এই বাণী কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। তাই যেন তেন প্রকারেণ নিজের স্বভাবকে সত্যের পথে চালিত করতে হবে। নচেৎ প্রাপ্তি হবে কেবলই গ্লানি!
তবে অনেকেই এই বিষয়টিকে তেমন একটা পাত্তা দেন না। তাই তাঁরা এমন বদভ্যাস বা স্বভাবকে সঙ্গী করে নেন, যা মহিলারা একদমই পছন্দ করেন না। আর এর ফল ভোগে তাঁদের বিবাহিত জীবন। স্বামীদের এহেন ভুলভ্রান্তির জ্বালায় অতিষ্ট হয়ে যান মহিলারা। ফলত একটা সময়ের পর তাঁরা স্বামীদের থেকে নিরাপদ দূরত্ব তৈরি করে নেন। তখন সম্পর্কের খরস্রোতা নদী শুকিয়ে কাঠ হয়ে যেতে সময় লাগে না!