লেনদেন ও দরবৃদ্ধির শীর্ষে জীবন বীমা

সমকাল প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ১০:০২

সপ্তাহের শেষ দিনে দর হারানো শেয়ার সংখ্যা বেশি হলেও মূল্যসূচক এবং শেয়ার কেনাবেচার পরিমাণ বেড়েছে। লেনদেনের আধিপত্য বজায় রেখে চলেছে বীমা খাত। তবে বেশিরভাগ সাধারণ বীমার দর কমেছে, বেড়েছে সব জীবন বীমা কোম্পানির দর।


বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ডিএসইতে মোট ৩৪৫ কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল ১৬৬টির দর। ক্রেতার অভাবে ৪৭ শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়নি।


তুলনামূলক বেশি শেয়ারের দর কমলেও প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ১৪ পয়েন্ট বেড়ে ৬৩৫২ পয়েন্ট ছাড়িয়েছে। সূচক বৃদ্ধিতে বেশি অবদান রেখেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ, এমারেল্ড অয়েল, ফারইস্ট লাইফ, প্রগ্রেসিভ লাইফ, রূপালী লাইফ এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট কোম্পানির দর। এই সাত শেয়ারই সাকল্যে ১১ পয়েন্টের বেশি যোগ করেছে।


পর্যালোচনায় দেখা গেছে, বীমা খাতের তালিকাভুক্ত ৫৭ কোম্পানির মধ্যে ৫৬টির কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২৩টির দর বেড়েছে, কমেছে ৪০টির এবং বাকি তিনটির দর ছিল অপরিবর্তিত। দর বৃদ্ধি পাওয়া ২৩ বীমা কোম্পানির মধ্যে জীবন বীমা খাতের কোম্পানিই ১৫টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us