বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ

সমকাল মো. শাহজাহান কবীর প্রকাশিত: ০৯ জুন ২০২৩, ০১:০০

মহান আল্লাহর অপার দান প্রকৃতি। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য রোদ-বৃষ্টির প্রয়োজন অনস্বীকার্য। কিন্তু অনেক দিন ধরে বৃষ্টির দেখা নেই। গরমে হাঁসফাঁস করছে প্রকৃতি। তাপমাত্রা ৪২ ডিগ্রিও ছাড়িয়ে যাচ্ছে কোথাও কোথাও।
আকাশে মেঘ নেই; পাশাপাশি বাতাসে আর্দ্রতা কমে গেছে। এতে আরও বাড়ছে গরমের তীব্রতা। জরুরি প্রয়োজনে যাঁরা বাইরে বের হচ্ছেন, তাঁরা পড়ছেন বেশ অস্বস্তিতে। রোদ ও গরমের তীব্রতার সঙ্গে বাড়ছে মানুষের বিভিন্ন রোগ ও স্বাস্থ্যঝুঁকি। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ।


এমন সংকটময় মুহূর্তে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়ের নির্দেশ দেয় ইসলাম। নিজেদের গুনাহের জন্য ক্ষমা চেয়ে মহান আল্লাহর দরবারে কায়মনোবাক্যে দোয়া করার বিধান হাদিসে বর্ণিত রয়েছে। ইসলামের পরিভাষায় বৃষ্টির জন্য বিশেষ নামাজকে সালাতুল ইস্তিসকা বলা হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us