মাথাব্যথা ব্রেন টিউমারের অন্যতম লক্ষণ

দেশ রূপান্তর প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১৮:৩৬

আজ ৮ জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস। মস্তিষ্কের কোনো অংশে অস্বাভাবিক পি- অথবা কোষের জমাট বাঁধাকে ব্রেন টিউমার বলা হয়। মানব মস্তিষ্ক মাথার খুলির ভেতরে একটি নির্দিষ্ট আকৃতির মধ্যে সুরক্ষিত থাকে। অস্বাভাবিক কোনো পিন্ড বা জমাটবদ্ধ কোষ (টিউমার) বেড়ে গেলে তা মস্তিষ্কের ওপর চাপ তৈরি করে, মস্তিষ্কের কার্যক্রমে ব্যাঘ্যাত ঘটায়। সঠিক চিকিৎসা না হলে এর ফলে রোগী মৃত্যুবরণ করতে পারে। প্রতি বছর ৮ জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস পালিত হয়ে আসছে।


ব্রেন টিউমার মূলত দুই প্রকার


প্রাইমারি ব্রেন টিউমার


যে ব্রেন টিউমার সরাসরি মস্তিষ্ক থেকে উৎপন্ন হয় তাকে প্রাইমারি ব্রেন টিউমার বলে। যেসব স্থানে এ ধরনের টিউমার হতে পারে তা হলো : মস্তিষ্কের কোষ, মস্তিষ্কের আবরণী পর্দা, স্নায়ুকোষ ও গ্রন্থি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us