লোডশেডিংয়ের কোপ এবার পানি সরবরাহে, আকাশে তাকিয়ে তাকসিম

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১৬:১০

ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং এবার রাজধানীতে পানি সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। অন্যদিকে তীব্র গরমের কারণে চাহিদাও বেড়েছে। পাইপের গরম পানি ব্যবহার করাত না পারার কারণে বেড়েছে অপচয়ও।


এ পরিস্থিতিতে বৃষ্টির অপেক্ষায় ঢাকা ওয়াসা। বিদ্যুৎ সঙ্কট দূর বা বর্ষা না এলে পরিস্থিতির উন্নতির আশঙ্কা দেখছে না তারা।


পানি সরবরাহের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা ওয়াসা জানিয়েছে, বিদ্যুতের যাওয়া আসার কারণে দিনে ৪৫ থেকে ৫৫ কোটি লিটার পানি কম উৎপাদন হচ্ছে। এর ফলে নগরীর নানা এলাকায় ঘাটতি দেখা দিয়েছে। লাইনে পানি না পেয়ে তীব্র গরমে ভোগান্তি চরমে উঠেছে।


বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। তিনি নগরীতে পানি সরবরাহ ঠিক রাখতে ওয়াসার পানির পাম্পগুলোয় বিদ্যুতের একাধিক লাইন বা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।


তিনি জানান, ঢাকায় দৈনিক ২৮৫ থেকে ২৯৫ কোটি লিটার পানির চাহিদা আছে। কিন্তু উৎপাদন হচ্ছে ২৪০ কোটি লিটারের মত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us