ইমিগ্রেশন সার্ভারে জটিলতা, সাড়ে ৫ ঘণ্টা বন্ধ আখাউড়া চেকপোস্ট

বণিক বার্তা প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১৫:১৬

ইমিগ্রেশন সার্ভার জটিলতার কারণে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফের যাত্রী পারাপার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) দুপুর দেড়টা থেকে বিকল্প উপায়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক করা হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা তিনটা) সার্ভার ঠিক হয়নি।


ইমিগ্রেশন পুলিশ জানায়, সকাল ৮টার দিকে ইমিগ্রেশনের সার্ভার ডাউন হয়ে যায়। ফলে যাত্রীদের আগমন ও বহির্গমন তথ্য সংরক্ষণ করতে না পেরে পারাপার সাময়িক বন্ধ করে দেয়া হয়। এতে করে দুপুর ১টা পর্যন্ত ইমিগ্রেশন ভবন ও বাইরে কয়েকশ যাত্রী আটকা পড়েন।


পরবর্তীতে যাত্রীদের দুর্ভোগ এড়াতে খাতায় প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করে দুপুর দেড়টা থেকে পারাপার স্বাভাবিক করা হয়।


আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া জানান, সকালে হঠাৎ করেই ইমিগ্রেশন সার্ভার ডাউন হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সার্ভারের ত্রুটি সারানোর কাজ শুরু হয়। তবে সার্ভার ঠিক না হওয়ায় বিকল্প উপায়ে যাত্রী পারাপার কার্যক্রম সচল করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us