‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে’ দেশজুড়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন এবং বিদ্যুৎ অফিসে স্মারকলিপিও দেন বিএনপি নেতারা।
সমকাল ব্যুরো, অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া ব্যুরো: পুলিশি বাধায় বগুড়ায় বিএনপির বিদুৎ অফিসের সামনের অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে গেছে। বাধা পেয়ে বিএনপির নেতাকর্মীরা শহরের শহীদ খোকন পার্কের সামনে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের নববাবাড়ী সড়কে বিএনপি কার্যালয় থেকে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ফুলপট্টি এলাকার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) পিসিএলসির দিকে এগিয়ে আসেন।
পাবনা অফিস: অবস্থান ও বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ অন্তত ১০ জন আহত হন। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ার সামনে এ ঘটনা ঘটে।
ফরিদপুর অফিস: ফরিদপুরে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এদিকে, বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে শহর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ফরিদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে বিদ্যুৎ ভবনের সামনে যাওয়ার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। তবে শহরের কাঠপট্টি তিন রাস্তার মোড় এলাকায় পুলিশ বিএনপির মিছিলে বাধা দেয়। পরে সেখানে তারা অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদরেস আলী ইছা ও সদস্যসচিব একে কিবরিয়া স্বপন। পরে ফরিদপুর শহরের ঝিলটুলিতে অবস্থিত বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেয় জেলা বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল।