প্রধানমন্ত্রী গণতন্ত্র বিক্রি করে দিয়েছেন: রিজভী

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুন ২০২৩, ১৪:৫২

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী আজ আপনি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ফেরি করে বিক্রি করে দিয়েছেন। জনগণের অধিকারকে কারাবন্দি করেছেন।


দেশকে আপনি বন্দিশালা করেছেন। এর অবসানের জন্য আজ সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ।  


বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে নটরডেম কলেজের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তীব্র গরমে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হওয়ার প্রতিবাদে এর আগে বিদ্যুৎ ভবনে অবস্থান কর্মসূচি পালন করতে পল্টন থেকে যাত্রা শুরু করেন ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। তবে নটরডেম কলেজে সামনে এলে পুলিশ ব্যারিকেডে তারা আটকা পড়েন।


রিজভী বলেন, আমাদের কর্মসূচির লক্ষ্য দুঃশাসনের অবসান করা। কর্তৃত্ববাদী শাসনের অবসান করা। প্রধানমন্ত্রী বলেন, বিদেশি চাপের কাছে মাথা নত করবেন না। আমি বলব, জনগণের চাপের কাছেও মাথা নত করেন না। আমাদের লোককে যখন পুলিশ গুলি করে হত্যা করে, তখন আপনি তার কোনো প্রতিবাদ করেন না।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us