সদ্য শেষ হওয়া মৌসুমে স্প্যানিশ লা লিগায় বার বার বর্ণবাদের শিকার হচ্ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান এই তারকা প্রতিপক্ষের মাঠে প্রায় নিয়মিতই বর্ণবাদীদের তোপের মুখে পড়েন। তবে সবশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ভিনি বর্ণবাদীদের তীব্র আক্রমণের শিকার হওয়ার পর ফুঁসে ফেঁপে ওঠে গোটা ফুটবল দুনিয়া।
এ ঘটনায় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের অনেক তারকা ফুটবলারই ভিনিসিয়াসের পাশে দাঁড়িয়ে বর্ণবাদী আচরণের প্রতিবাদ করেন। ভিনিসিয়াসের জন্মভূমি ব্রাজিলেও এই নিয়ে প্রতিবাদ চলে। এমনকি ভিনির সমর্থনে বর্ণবাদবিরোধী প্রচারণার অংশ হিসেবে আফ্রিকান দুটি দেশের সঙ্গে প্রীতি ম্যাচে খেলার কথাও জানায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।