এক নেতার এক পদসহ এভাবে গুরুত্বপূর্ণ দুই ইউনিটের দায়িত্বে এক ব্যক্তিকে না রাখতে কেন্দ্রীয় নির্দেশনা থাকলেও সেই নির্দেশের থোরাই কেয়ার করছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতারা। এখানে নবগঠিত কমিটির পাঁচ জনের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদকসহ চার জন এখনো চারটি থানা ইউনিটের সর্বোচ্চ দায়িত্বে রয়েছেন।
জানা যায়, ২৬ জানুয়ারি জেলা ছাত্রদলের নয় সদস্যের কমিটি অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। এতে নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষণার পর ছয় মাস অতিবাহিত হলেও এখনো জেলার অধীনে চার থানা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন শীর্ষ চার নেতা।
দলীয় সূত্রমতে, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া এখনো রূপগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের জিকু আড়াইহাজার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতি, জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক জাকারিয়া সোনারগাঁ থানা ছাত্রদলের সভাপতি হিসেবে রয়েছেন।