দলীয় সিদ্ধান্ত অমান্য করে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৬ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বহিষ্কার নেতারা সবাই কাউন্সিলর প্রার্থী।
এর আগে, গত রোববার মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্যসচিব মামুন অর রশীদ কেন্দ্রে চিঠি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
বহিষ্কৃত নেতারা হলেন- রাজপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি বদিউজ্জামান বদি (ওয়ার্ড ৬), মহানগরের ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু বকর কিনু, শাহ মখদুম থানার সাবেক সহসভাপতি মো. টুটুল (ওয়ার্ড ১৪), শাহ মখদুম থানার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও বর্তমান কাউন্সিলর আব্দুস সোবহান লিটন (ওয়ার্ড ১৫), মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি বেলাল হোসেন (ওয়ার্ড ১৬), মহানগর যুবদলের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক রনি হোসেন রুহুল (ওয়ার্ড ১৬), মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটু (ওয়ার্ড ১৯), ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মির্জা রিপন, বোয়ালিয়া থানা (পূর্ব) যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আলিফ আল মাহমুদ লুকেন (ওয়ার্ড ২৫), মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ারুল আমিন আজব (ওয়ার্ড ২৭), মতিহার থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফুল হাসান বাচ্চু (ওয়ার্ড ২৮)।