যুক্তরাজ্যের সংবাদ সংস্থা বিবিসি ও ব্রিটিশ এয়ারওয়েজ’সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ চালানোর পর ‘আল্টিমেটাম’ দিয়েছে রাশিয়ায় সম্ভাব্য আস্তানা গড়ে তোলা এক কুখ্যাত সাইবার অপরাধী দল।
ডার্ক ওয়েবে পোস্ট করা এক বিজ্ঞপ্তিতে ‘ক্লপ’ নামে পরিচিত ওই হ্যাকার দল নিজেদের ‘মুভইট’ সিস্টেমে আক্রান্ত ব্যক্তিদের ১৪ জুনের আগে ইমেইল পাঠাতে বলেছে। এমনটি না করলে তাদের ডেটা ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছে দলটি।
এই হ্যাকিংয়ে বিবিসি, ব্রিটিশ এয়ারওয়েজের পাশাপাশি যুক্তরাজ্যের স্বাস্থসেবা কোম্পানি ‘বুটস’-এর এক লাখের বেশি কর্মীর ‘বেতনের ডেটা চুরির’ কথা প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।