সবশেষ ২০১০ সালে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর এক যুগ পেরিয়ে গেলেও দেশটিতে আর টেস্ট খেলার আমন্ত্রণ পায়নি টাইগাররা। নতুন প্রকাশিত ২০২৩-২৭ এফটিপি সফরসূচিতেও সাকিব-তামিমদের ইংল্যান্ডে কোনো সিরিজ নেই। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ইংল্যান্ডে টেস্ট খেলার আমন্ত্রণ পেতে যাচ্ছে বাংলাদেশ।
ব্রিটিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশকে তাদের মাটিতে টেস্ট খেলাতে চায়। ২০২৪ কিংবা ২০২৫ সালের যেকোনো সময় এই টেস্ট অনুষ্ঠিত হতে পারে। ফলে ইংলিশ কন্ডিশনে টাইগারদের টেস্ট খেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলাই যায়।